কুমিল্লায় ১৪ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ৩
কুমিল্লার লাকসামে ৪ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- উপজেলার নৈরপাড় গ্রামের চাঁন মিয়ার ছেলে ডিজে সোহেল, জেলার মনোহরগঞ্জে লাইলহরী গ্রামের মাফু আলমের ছেলে ফরহাদ হোসেন ও রাঙ্গামাটির মৃত সালাউদ্দিনের ছেলে মুন্না।
সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মহিতুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ জুন) রাতে লাকসাম থানা পুলিশ রেলওয়ে জংশন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জিআরপি কলোনিতে একটি পরিত্যক্ত ভবনের ভেতরে লুকিয়ে রাখা পলিথিন বেগে থাকা ৪ হাজার ৬৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনার জড়িত থাকার অভিযোগে তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে সবাইকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
জাহিদ পাটোয়ারী/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি