ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অভিনব উপায়ে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৩:৫৭ এএম, ২৪ জুন ২০২১

নোয়াখালীর সূবর্ণচর উপজেলার সাজাপ্রাপ্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী আলাউদ্দিনকে (৩৫) অভিনব উপায়ে গ্রেফতার করেছে চরজব্বর থানা পুলিশ।

বুধবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কবির হোসেন লুঙ্গি পরে ও গলায় গামছা লাগিয়ে দিনমজুর সেজে তাকে পার্শ্ববর্তী সদর এলাকা থেকে গ্রেফতার করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী আলাউদ্দিনের বিরুদ্ধে ২০১২ সালে একটি মামলায় আদালত তাকে দুই বছরের সাজা ও পাঁচ হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড প্রদান করে।

তিনি বলেন, তিনি দীর্ঘদিন গ্রেফতার এড়াতে এলাকার বাহিরে গিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছে। বেশ কয়েকবার তাকে গ্রেফতার করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। অবশেষে গোপন সংবাদে খবর পেয়ে এএসআই কবির হোসেন দিনমজুরের ছদ্মবেশ ধরে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আলাউদ্দিন সূবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের পাংখার বাজার এলাকার শাহ আলমের ছেলে। বৃহস্পতিবার (২৪ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।

ইকবাল হোসেন মজনু/এমআরএম