পড়তে বসে গোখরার কামড়ে প্রাণ গেল কলেজছাত্রের
কুমিল্লার হোমনায় বিষধর সাপের কামড়ে তামিম (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) রাতে উপজেলার চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তামিম চান্দেরচর গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে। তিনি স্থানীয় রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
তামিমের বাবা আক্তার হোসেন বলেন, প্রতিদিনের মত সন্ধ্যায় বৈঠক ঘরে পড়ার টেবিলে লেখাপড়া করতে বসে তামিম। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেবিলের নিচে পা দিলে একটি গোখরা সাপ তার পায়ের কামড় দেয়। এতে সে চিৎকার দিলে বাড়ির লোকজন উদ্ধার করে হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েছ আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান