ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সৈয়দপুরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ২৬ জুন ২০২১

নীলফামারীর সৈয়দপুরে বজ্রপাতে তৌফিকুল হাসান (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুজাত আলী (৭) নামের আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।

শনিবার (২৬ জুন) দুপুরে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ বাঁশতলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তৌফিকুল ডাক বিভাগের কর্মচারী আব্দুস সোবহানের ছেলে। সে স্থানীয় সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুন নবী সরকার বলেন, দুপুর ২টার দিকে তৌফিক ও সুজাত বাড়ির পাশের পানি জমে থাকা জমিতে মাছ ধরার চেষ্টা করছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তৌফিক মারা যায়। আহত সুজাতকে প্রথমে সৈয়দপুর হাসপাতালে পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জাহেদুল ইসলাম/আরএইচ/এমকেএইচ