নোয়াখালীতে আরও ১২৩ জনের করোনা শনাক্ত
ফাইল ছবি
নোয়াখালীতে করোনাভাইরাস সংক্রমণের হার দিন দিন বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ৪২৮ জনের পরীক্ষা করে ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৭৪ শতাংশ।
মঙ্গলবার (২৯ জুন) রাতে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখারে অফিস থেকে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রাপ্ত তথ্যমতে, এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ১১ হাজার ১৭৫ জন। আক্রান্তের হার ১১ দশমিক ৩৮ শতাংশ। জেলায় মৃত্যু হয়েছে ১৪১ জনের। মৃত্যুর হার এক দশমিক ২৬ শতাংশ। এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ৪৬৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৮১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৩ জনের মধ্যে, নোয়াখালী সদরের ৪৮ জন, সূবর্ণচরের চারজন, বেগমগঞ্জের ১৪ জন, সোনাইমুড়ির ১১ জন, চাটখিলের ১২ জন, সেনবাগের পাঁচজন, কোম্পানীগঞ্জের ২০ জন ও কবিরহাটের নয়জন।
জেলায় আইসোলেশনে চিকিৎসাধীন আছেন তিন হাজার ৫৬৮ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রোগীর সংখ্যা ৩৯ জন। আইসোলেশনে আছে ১৭ জন।
জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, করোনার বিস্তার ঠেকাতে নোয়াখালীতে আংশিক লকডাউন চলছে। ১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
ইকবাল হোসেন মজনু/জেডএইচ/