‘লকডাউনের’ খবরে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
ফাইল ছবি
নোয়াখালীর হাতিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও মাটিবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষের মো. রাসেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ছোট ভাই মো. ফয়সাল।
নিহতের মরদেহ উদ্ধার করে বুধবার (৩০ জুন) সকালে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এর আগে মঙ্গলবার (২৯ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার হরণি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল বুড়িরচর ইউনিয়নের শূন্যেরচর গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
আহত ফয়সাল জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার (১ জুলাই) থেকে ‘কঠোর লাকডাউনের’ সংবাদে ছুটি নিয়ে মঙ্গলবার (২৯ জুন) বাড়ির উদ্দেশে রওনা দেন মো. রাসেল। রাতে জেলা শহর মাইজদী থেকে একটি সিএনজিযোগে ফয়সালসহ হাতিয়ার দিকে যাচ্ছিলেন। রাত পৌনে ১টার দিকে তাদের সিএনজিটি আলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন মো. রাসেল।
বুধবার (৩০ জুন) দুপুরে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে সকালে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। চালকরা পলাতক রয়েছে।’
ইকবাল হোসেন মজনু/এসজে/এমকেএইচ