ছেলের লাশ দেখে কান্না করতে করতে মারা গেলেন মা-ও
ফাইল ছবি
টাঙ্গাইলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বুধবার (৩০ জুন) মারা যান রফিকুল ইসলাম (৫২)। ছেলে হারানোর শোক সইতে পারেননি মা। ছেলের শোকে কান্নারত অবস্থায় কয়েক ঘণ্টা পর তিনিও ঢলে পড়েন মৃত্যুর কোলে।
জেলার গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের মাদারজানী ঘোনাপাড়া গ্রামে এমনই মর্মান্তিক ঘটনা ঘটে। রফিকুল ওই গ্রামের মৃত শামছুল হকের ছেলে।
বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে আলমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মোমেন জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, হৃদরোগে নিজ বাড়িতে বুধবার দুপুরে রফিকুল ইসলামের মৃত্যু হয়। তার মরদেহ দেখে কান্নায় ছটফট করতে করতে কয়েক ঘণ্টা পরই বৃদ্ধা মায়েরও মৃত্যু হয়। ছেলের মরদেহ দাফনের আগেই মায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ইউপি চেয়ারম্যান আরও জানান, বুধবার বাদ মাগরি পারিবারিক কবরস্থানে ছেলে রফিকুল ইসলাম ও পরদিন বৃহস্পতিবার সকালে মায়ের মরদেহ দাফন করা হয়।
আরিফ উর রহমান টগর/এসআর/জিকেএস