৮ বার ধরা পড়লেও ইয়াবা ব্যবসা ছাড়েননি মান্নান
লক্ষ্মীপুরে ইয়াবা বিক্রির অপরাধে আট মামলার আসামি আবদুল মান্নান ওরফে লেংড়া মান্নানকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এবার তার কাছে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়।
বুধবার (৭ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার মধ্য বাঞ্চানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে তিনি ৯ বার মাদককাণ্ডে গ্রেফতার হলেন। মান্নান মধুবানু মসজিদ বাড়ির বাবুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মান্নান মাদক ব্যবসায়ী। বিভিন্ন সময় তিনি ইয়াবা-গাঁজাসহ হাতেনাতে প্রশাসনের কাছে ধরা পড়ে জেলে যান। এরপর জামিনে বের হয়ে ফের মাদক ব্যবসায় পুরোদমে জড়িয়ে পড়েন।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, মান্নান চিহ্নিত মাদক ব্যবসায়ী। এরআগেও মাদক-দ্রব্যসহ তাকে আটবার গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আটটি মামলা আদালতে বিচারাধীন। ওইসব মামলায় জামিনে বের হয়েও তিনি ভালো হননি। এবারও তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। সদর মডেল থানায় মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হবে।
কাজল কায়েস/এসজে/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান