বসতভিটায় মাটিকাটা নিয়ে বিতণ্ডা, বল্লমের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাটিকাটা নিয়ে বিতণ্ডার জেরে ছোট দুই ভাইয়ের বল্লমের আঘাতে আবদুর রহমান (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান ওই এলাকার চাঁন মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ছোট ভাই সাহেদ মিয়া ও আবদুল্লাহ মিয়া ঢাকায় ক্ষুদ্র ব্যবসা করেন। বড় ভাই আব্দুর রহমান নাসিরনগর উপজেলার একটি মসজিদের মোয়াজ্জিন। সেখানে একটি মক্তবে শিশুদের পড়ান। ঈদে সবাই বাড়িতে আসেন।
মঙ্গলবার বিকেলে বড় ভাই আবদুর রহমানের সঙ্গে বসতভিটার মাটিকাটা নিয়ে বাকবিতণ্ডা হয় ছোট দুই ভাইয়ের। এক পর্যায়ে আবদুর রহমানকে মারধর করে বল্লম দিয়ে আঘাত করেন দুই ভাই। গুরুতর আহত অবস্থায় আব্দুর রহমানকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্ত সাহেদ মিয়া ও আবদুল্লাহ পলাতক রয়েছেন। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের ১১৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে
- ২ প্রার্থিতা ফিরে পেলেন ফরিদপুরের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান
- ৩ আদিবাসীদের জন্য রাজনৈতিক দলগুলোর ইশতেহারে কী আছে দেখতে চাই
- ৪ নোয়াখালীতে হিজড়া জনগোষ্ঠী ২ হাজার, ভোটার মাত্র ১৪
- ৫ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, দুই লাখ টাকা জরিমানা