ধানক্ষেতে মিলল শিশুর গলাকাটা মরদেহ
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় ধানক্ষেতে সাইমন (৯) নামের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নর্দাপাড়ার একটি ধানের জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাইমন একই এলাকার কৃষক বাদল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শনিবার সকালে বাবা বাদল মিয়া ও ফুফাতো ভাই সিয়ামের (১২) সঙ্গে বাড়ির অদূরে একটি বিলে ঘাস কাটতে যায় সাইমন। কিছুক্ষণ পর সে একাই বিল থেকে বাড়ির দিকে ফিরে যায়। তবে বাদল মিয়া ঘাস কেটে বাড়িতে ফিরে দেখেন সাইমন আসেনি।
তাকে বাড়িতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ করা শুরু করেন পরিবারের লোকজন। পরে বাড়ির কাছাকাছি একটি ধানক্ষেতে সাইমনের গলাকাটা মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, 'এটি নিশ্চিতভাবেই একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হবে'।
আবুল হাসনাত মো. রাফি/এসএমএম/এএসএম