ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উত্তাল বঙ্গোপসাগর, মাছ না ধরেই উপকূলে ফিরেছে শত শত ট্রলার

কলাপাড়া (পটুয়াখালী) | প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২৭ জুলাই ২০২১

মৌসুমি লঘুচাপে উত্তাল বঙ্গোপসাগর। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র সৈকত এলাকায়। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে পটুয়াখালীর শত শত ট্রলার সমুদ্রে রওয়ানা দিলেও মাছ না ধরেই ফিরতে হয়েছে উপকূলে। কলাপাড়ার মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরে আশ্রয় নিয়েছে ট্রলারগুলো। ফলে মাছ না ধরতে পেরে দুশ্চিন্তায় জেলেরা।

আলীপুর বন্দরে আশ্রয় নেয়া এফবি সাজ্জাত ট্রলারের মাঝি মানির বলেন, ‘২৪ জুলাই ১৫ মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যাই। কিন্তু হঠাৎ করে আবহাওয়া খারাপ হওয়ায় উপকূলে নিরাপদ আশ্রয়ে চলে আসতে হয়েছে।’

মৎস্য বন্দর মহিপুরে নোঙর করে থাকা এফবি সাফিন ট্রলারের মাঝি নাসির উদ্দিন বলেন, ‘আবহাওয়া এত খারাপ যে সাগরে টিকতে না পেরে ঘাটে আশ্রয় নিয়েছি।’

jagonews24

আলীপুর মৎস্য বন্দরের আড়তদার আয়নাল খাঁ বলেন, ‘দীর্ঘ ৬৫ দিনের অবরোধের পর অনেক জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে তারা ফিরে এসেছে এবং অনেকে যেতেই পারেনি।’

আলীপুর মৎস্য আড়ত সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, গত কয়েকদিন আগে মাছ ধরতে ট্রলারগুলো সাগরে যায়। কিন্তু হঠাৎ সাগর উত্তাল হওয়ায় প্রায় সহস্রাধিক ট্রলার আলীপুর মহিপুর বন্দরে আশ্রয় নিয়েছে।’

এসজে/এমকেএইচ