ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কাজিপুরে ইউএনওর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৯:৩২ এএম, ৩১ জুলাই ২০২১

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার করেছে একটি চক্র।

শুক্রবার (৩০ জুলাই) দুপুরে সাংবাদিকদের ভুয়া ফেসবুকের বিষয়টি কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী নিজেই নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসারের ইংরেজিতে ‘ইউএনও কাজিপুর’ নামের যে ফেসবুক আইডি রয়েছে সেটির ছবি ব্যবহার করে একই নামে ভুয়া একটি আইডি খোলা হয়েছে। এতে করে অনেকেই বিভ্রান্তিতে পড়েছেন।

ইউএনও বলেন, গত কয়েকদিন যাবত অনেকেই ওই আইডি মনে করে ম্যাসেঞ্জারে আমার সঙ্গে ম্যাসেঞ্জারে ফোন করছেন। আবার আমার আইডিতে ঢুকে ফোন নম্বর সংগ্রহ করে কল দিচ্ছেন। আমি তাদের চিনতে না পেরে পরিচয় জানতে গিয়ে আমার সন্দেহ হয়।

পরে সার্চ দিয়ে দেখতে পাই আমার প্রোফাইলে ব্যবহৃত ছবি দিয়ে ‘ইউএনও কাজিপুর’ নামে আরও একটি আইডি খোলা হয়েছে। সেখানে নানারকম আজেবাজে পোস্ট দেয়া হয়েছে।

জাহিদ হাসান সিদ্দিকী বলেন, ‘ইউএনও কাজিপুর’ এর সঠিক আইডি সম্পর্কে অবগত হয়ে নক করবেন। আর আমার পরিচয় ব্যবহার করে কেউ টাকা-পয়সা বা অনৈতিক কোনো সুবিধা চাইলে ভুল করবেন না।

ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/এমকেএইচ