ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পটুয়াখালী থেকে ছাড়ছে না কোনো লঞ্চ

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৮:২৬ এএম, ০১ আগস্ট ২০২১

সীমিত পরিসরে গণপরিবহন চালুর অনুমতি দিলেও সময় স্বল্পতার কারণে পটুয়াখালী থেকে কোনো যাত্রীবাহী ডাবল ডেকার লঞ্চ ছাড়ছে না।

শনিবার (৩১ জুলাই) রাতে জেলার নদীবন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকার ঘোষিত রোববার দুপুর ১২টার মধ্যে যাত্রী নিয়ে ডাবল ডেকার কোনো লঞ্চ ঢাকা পৌঁছানো সম্ভব নয়। বন্দর থেকে ঢাকার সদরঘাট পৌঁছাতে একটি লঞ্চের কমপক্ষে ১২ ঘণ্টা সময় প্রয়োজন। এরকম কোনো সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত পটুয়াখালী থেকে লঞ্চ ছাড়া সম্ভব নয়।

আরএইচ/এমকেএইচ