ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কলাপাড়ায় কব্জি কেটে দেয়া সেই ছাত্রলীগ নেতার মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) | প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৭ আগস্ট ২০২১

পটুয়াখালীর কলাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় কব্জি কেটে যাওয়া ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম (২২) মারা গেছেন।

শনিবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাকিবুল ইসলাম উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি একই ইউনিয়নের সাফাখালী গ্রামের নাসির মাতুব্বরের ছেলে।

রাকিবুলের মামা কাজী মাঈনুল ইসলাম জানান, চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় রাকিবুল। পোস্টমর্টেম করার পরে নিজ বাড়িতে নিয়ে আসা হবে।

এর আগে গত ২৮ জুলাই (বুধবার) রাত ১০টার দিকে উপজেলার তেগাছিয়া বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে রাকিবুলকে কুপিয়ে আহত করে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তরিকুলসহ তার সহযোগীরা। এসময় তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন জানান, রাকিবুল মারা গেছেন এ খবর আমি তার বাবার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। আমি তাদের বাড়িতেই রয়েছি। তার পরিবারের পাশে আমি সবসময় আছি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় রাকিবুলের মা বাদী হয়ে গত ২৯ জুলাই (বৃহস্পতিবার) মামলা করেন। পরে চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

আরএইচ/এমএস