নড়াইলে এসএম সুলতানের জন্মবার্ষিকী পালিত
নড়াইলে চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৭ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) সকালে শিল্পীর সমাধিতে পুষ্পস্তবক অর্পন, মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।
সকাল থেকে জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, এস এম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমী, এস এম সুলতান বেঙ্গল চারু ও কারুকলা মহাবিদ্যালয়, লাল বাউল সম্প্রদায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মূর্ছনা সংগীত নিকেতনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এসময় জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মলয় কুমার কুণ্ডু, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম টুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান।
হাফিজুল নিলু/আরএইচ/এমকেএইচ