ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলে প্রতিপক্ষের হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৪:২২ পিএম, ১৩ আগস্ট ২০২১

নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হওয়া সাবেক ইউপি সদস্য কাতেবার শেখ (৫৫) মারা গেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার) সকালে তার মৃত্যু হয়।

গতকাল (বৃহস্পতিবার) সকাল ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে কাতেবার শেখসহ তিনজনকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমবাড়ি গ্রামের আলমগীর হোসেন এবং কাতেবার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাতেবার
শেখসহ তিনজনকে কুপিয়ে জখম করা হয়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। তবে কাতেবার শেখের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।’

হাফিজুল নিলু/এমএইচআর/এএসএম