লালমনিরহাটে দুই পৌরসভায় ৮ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
লালমনিরহাট জেলার দুটি পৌরসভায় আটজন কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রোববার সন্ধ্যায় লালমনিরহাট জেলা নির্বাচন অফিস আটজনের মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
লালমনিরহাট পৌরসভার ২নং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মোনজু ও ২নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুর আলম, ৪নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী আমিনুল ইসলাম আমিন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুজ্জামান ও একই ওয়ার্ডের সামসুল হক তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এদিকে পাটগ্রাম পৌরসভার ৩নং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থী বিএনপির কাজলী বেগম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগের স্বাপনুল কবির প্রধান ও ৮নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী জামায়াতের আব্দুস ছাত্তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
রবিউল হাসান/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান