গাঁজা সেবনের অভিযোগে কারাগারে আ.লীগ নেতা
বগুড়ার শিবগঞ্জে গাঁজা সেবনের অভিযোগে শামীম মিয়া (৪২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গোকুলপুর উত্তরপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
শামীম মিয়া ওই গ্রামের মৃত তবিবর রহমানের ছেলে এবং ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সেবনের সময় হাতেনাতে গ্রেফতার করা হয় শামীম মিয়াকে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আসামিকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসআর/জিকেএস