মেঘ দেখে বাসায় ফেরার সময় বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ফাইল ছবি
গাজীপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে বজ্রপাতে মবিন ইশতিয়াক (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুইজন।
বুধবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর বাঙ্গালগাছ এলাকায় এ ঘটনা ঘটে।
মবিন ইশতিয়াক নড়াইলের লোহাগড়া থানার চর বালিদিয়া গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে। সে গাজীপুর মহানগরের উত্তর বিলাসপুর এলাকায় বাবা-মার সঙ্গে জনৈক নাসিমা আক্তারের বাসায় ভাড়া থেকে জয়দেবপুর রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করতো।
এলাকাবাসী জানায়, বন্ধুদের সঙ্গে ইশতিয়াক বাঙ্গালগাছ এলাকায় ঘুরতে যায়। আকাশে মেঘ দেখে তারা পায়ে হেঁটে বাসায় ফিরছিল। বাঙ্গালগাছ ব্রিজের কাছাকাছি এসে মোবাইলে তারা ছবি তুলছিল। এসময় বজ্রপাত হলে ইশতিয়াক ও তার দুই বন্ধু সুস্ময় (১৭) ও সৌরভ সাহা (১৭) আহত হয়। পরে স্থানীয়রা তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মবিন ইশতিয়াককে মৃত ঘোষণা করেন। সুস্ময় ও সৌরভ সাহা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মো. আমিনুল ইসলাম/এএইচ/এএসএম