ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে নিখোঁজ সেই স্কুলশিক্ষকের গায়েবানা জানাজা

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৫:৫৩ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২১

ফরিদপুরে পদ্মায় ট্রলারডুবিতে নিখোঁজ আলমগীর হোসেন নামে এক স্কুলশিক্ষকের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় কয়েকশ মানুষ অংশ নেন।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বাদ জুমা ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনাইটেড ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে গত ২৫ আগস্ট পদ্মায় ভ্রমণে গিয়ে ট্রলারডুবিতে নিখোঁজ হন আজমল হোসেন শেখ (৪৪) ও আলমগীর হোসেন (৪১) নামে দুই স্কুলশিক্ষক। এর মধ্যে নিখোঁজের এক সপ্তাহ পর আজমলের মরদেহ উদ্ধার হলেও আলমগীরের মরদেহের সন্ধান এখনো মেলেনি। তাই তার জন্য এলাকাবাসী গায়েবানা জানাজার আয়োজন করে। আলমগীর হোসেন ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।

উল্লেখ্য, ফরিদপুর শহর থেকে গত বুধবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় ট্রলার ভাড়া করে পদ্মায় ভ্রমণে যান বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ জন শিক্ষক। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে তীব্র স্রোতের মুখে শিক্ষকদের বহন করা ট্রলারটি ডুবে যায়। এ সময় ১২ জন শিক্ষক সাঁতারে পাড়ে উঠতে পারলেও আজমল ও আলমগীর নিখোঁজ হন।

এন কে বি নয়ন/এমআরআর