পদ্মা সেতুর পাশে ভেসে উঠলো নিখোঁজ এক শিক্ষকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২১

ফরিদপুরে ট্রলারডুবিতে নিখোঁজের সাতদিন পর এক শিক্ষকের মরদেহ ভেসে উঠেছে। তার নাম আজমল হোসেন। তিনি শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে ট্রলারডুবির ঘটনাস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ভাটি এলাকা শরীয়তপুরের জাজিরার পদ্মা সেতুর ৩৩ নম্বর পিলারের কাছে মরদেহটি পাওয়া যায়।

নিখোঁজ আজমলের পরিবারের সদস্য ও কোতোয়ালি থানার পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি টিম মরদেহ উদ্ধার করে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৫ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর সদরের নাজির বিশ্বাসের ডাঙ্গী এলাকায় একটি পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারডুবির ঘটনা ঘটে। ওই ট্রলারে শহরের বিভিন্ন বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক ও মাঝিসহ ১৬ জন ছিলেন। এর মধ্যে ১৩ জন শিক্ষক ও মাঝিকে উদ্ধার করা সম্ভব হলেও দুজন শিক্ষক পানির স্রোতে ভেসে যান। তারা ভ্রমণ শেষে বাড়ি ফিরছিলেন।

নিখোঁজ শিক্ষকদের মধ্যে একজন ছিলেন আজমল হোসেন শেখ। এ ঘটনায় ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক আলমগীর হোসেন (৪০) এখনও নিখোঁজ রয়েছেন।

এন কে বি নয়ন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।