ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নামে না গেট ব্যারিয়ার, তবুও চলে...

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০২:৩৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২১

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সুজিত রেল গেটের গেট ব্যারিয়ার দীর্ঘ প্রায় ২০ দিন ধরে বিকল রয়েছে। ট্রেন চলাচলের সময়ও গেটটি খোলা থাকায় যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানিয়রা।

রেলওয়ে সূত্রে জানায়, সান্তাহার থেকে লালমনিহাট মিটারগেজ লাইনে দোলনচাঁপা, করতোয়া, লালমনি, রংপুর, পদ্মরাগ ও মেইল মিলে প্রতিদিন মোট আট জোড়া ট্রেন চলাচল করে। লাইনের মধ্যে সান্তাহার-আদমদীঘির প্রধান সড়কের পূর্ব ঢাকা রোডের শহীদ সুজিত রেল গেটটি অতিগুরুত্বপূর্ণ। ব্যস্তততম এ রেলগেটে তিন সিফটে তিনজন গেটকিপার দায়িত্ব পালন করেন।

জানা গেছে, গত ২২ আগস্ট গুরুত্বপূর্ণ এ গেটটির পূর্ব পাশের ব্যারিয়ার ও ওয়ার পুলি নষ্ট হয়ে যায়। এরপর গেট ব্যারিয়ার মেরামত করলেও পুলিটি মেরামত হয়নি। তাই ট্রেন চলাচলের সময় ব্যারিয়ার উঠানামা করানো সম্ভব হয় না। ফলে প্রায় ২০ দিন ধরে ঝুঁকি নিয়েই চলছে বিভিন্ন যানবাহন।

সরেজমিনে দেখা গেছে, ঝুঁকি এড়াতে দায়িত্বরত গেটম্যানরা ট্রেন আসার সময় লোহার সিকলের মাধ্যমে ব্যারিকেট দিয়ে আবার কখনও দাঁড়িয়ে হাঁক-ডাক পথাচারী যানবাহন চালকদের সতর্ক করেন।

ADAMDIGHI1

সান্তাহারের সিএনজি চালক রনি হোসেন বলেন, গেট ব্যারিয়ার না নামানোয় ঝুঁকি নিয়েই গাড়ি পারাপার করতে হয়। দায়িত্বরত গেটম্যানরা কখনো কখনো লোহার শিকলের মাধ্যমে ব্যারিকেট দেয়। আবার অনেক সময় সেটিও দেখা যায় না।

গেটম্যান তোজাম্মেল, আসমাউল ও শাহ আলম জানান, গেট ব্যারিয়ার ও ওয়ার পুলি নষ্টের কারণে ট্রেন আসার আগে গেটে দাঁড়িয়ে যানবাহন ও পথচারীদের সতর্ক করতে হয়। গেটটি দ্রুত মেরামতে বগুড়া ইঞ্জিনিয়ারিং শাখায় জানানো হয়েছে। ইতিমধ্যে তারা পরিদর্শন করে গেছেন।

বগুড়া রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (পথ) আসলাম হোসেন বলেন, গেট ব্যারিয়ার ওয়েলডিং করে মেরামত করা হয়েছে। গেটের ওয়ার পুলিসহ অন্যান্য কিছু যন্ত্রাংশও নষ্ট হওয়ায় মেরামত শেষ করতে বিলম্ব হচ্ছে।

এএইচ/এমএস