ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৪:৫৪ এএম, ১২ সেপ্টেম্বর ২০২১

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের কৈডালা গ্রামে এ ঘটনা ঘটেছে। সন্ধ্যায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া দুই শিশু হলো- উপজেলার সদর ইউনিয়নের কৈডালা গ্রামের আব্দুল আজিজের ছেলে জাহিদ হাসান (৭) ও একই গ্রামের বুলু মিয়ার ছেলে আব্দুল্লাহ আল-নোমান (৬)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আজিজ ও বুলু মিয়া পরস্পরের প্রতিবেশী। তাদের দুই ছেলে হাসান ও নোমান শনিবার দুপুরে বাড়ির পাশের পুকুরের ঘাটে খেলা করছিল। একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। তবে বাড়ির লোকজন বিষয়টি টের পায়নি। কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও তাদের খুঁজে না পেয়ে অবশেষে তারা পুকুরের পানিতে তল্লাশি করেন। বিকেল সাড়ে চারটার দিকে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এমআরআর