ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিজের পাতা ফাঁদে প্রাণ গেলো অটোরিকশা চালকের

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১

অটোরিকশা চুরি ঠেকাতে তাতে বিদ্যুৎ সংযোগ দেন চালক মো. বাবু মিয়া (৩২)। কিন্তু নিজের পাতা ফাঁদে পড়ে মারা যান তিনি।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে শেরপুর উপজেলার দামুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবু মিয়া ওই গ্রামের গোলাম রব্বানীর ছেলে।

উপজেলার গাড়ীদহ মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দবির উদ্দিন বলেন, সাম্প্রতিক সময়ে দামুয়া গ্রামে একাধিক অটোরিকশা চুরি হয়। চুরি ঠেকাতে শনিবার রাতে বসতবাড়ির মধ্যে চালক বাবু মিয়া বিদ্যুৎ সংযোগ দেন। সকালে অটোরিকশাটি বের করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরএইচ/জিকেএস