ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আড়াই লাখ টাকার কীটনাশক নিয়ে গেলো চোরেরা

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১

বগুড়ার আদমদীঘি উপজেলার বিহিগ্রাম বাজারে দোকানের দেওয়াল কেটে আড়াই লাখ টাকার কীটনাশক নিয়ে গেছে চোরেরা। বুধবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে দোকান খুলে চুরির বিষয়টি জানতে পারেন এর মালিক। এ ঘটনার পর থেকে ওই বাজারের ব্যবসায়ীদের মাঝে চুরি আতঙ্ক বিরাজ করছে।

দোকানের মালিক আসাদুজ্জামান রাহিদ বলেন, প্রতিদিনের মতো বুধবার রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। বৃহস্পতিবার সকালে দোকান খুলে তিনি চুরির বিষয়টি জানতে পারেন। চোরেরা প্রায় আড়াই লাখ টাকার কীটনাশক নিয়ে গেছে। সকালেই বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) সোলাইমান আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এসআর/জেআইএম