ঝিনাইদহে জামায়াতের ৪ নেতাকর্মী আটক
ঝিনাইদহের তিন উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার আশঙ্কায় ওয়ার্ড জামাতের সাধারণ সম্পাদকসহ চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শৈলকুপা উপজেলার ত্রিবেনী ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক ও একই গ্রামের বাবুর আলীর ছেলে আব্দুল খালেক (৪৫), হরিণাকুন্ডু উপজেলার কুলবাড়ীয়া গ্রামের ছামাদ মালিথার ছেলে রোজদার আলী মালিথা (৪০) ও কোটচাঁদপুর উপজেলার দয়রামপুর গ্রামের আনছার আলীর ছেলে নজরুল ইসলাম (৪৭) ও একই গ্রামের সিরাজ খাঁর ছেলে মনিরুল ইসলাম (৪২)।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজবাহার আলী শেখ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দুপুরে আদালতে পাঠানো হবে।
এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ