টেকনাফে শীর্ষ মাদক ব্যবসায়ী রাসেল গ্রেফতার
টেকনাফের আলোচিত শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার পলাতক আসামি মো. রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ অক্টোবর) রাতে উপজেলার সাবরাং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাসেলে সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের মৌলভী আব্দুল গফুরের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুলের নেতৃত্বে একটি দল সাবরাং এলাকায় অভিযান চালায়। এসময় আলোচিত মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী মো. রাসেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক, অপহরণসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থেকে সে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
এফআরএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি