ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘পরিবার সমুন্নত রাখলেই রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত হবে’

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৪:২২ পিএম, ৩০ অক্টোবর ২০২১

কাজের পাশাপাশি পরিবার ও সন্তানকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসন।

শনিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় দিনাজপুর কোতোয়ালি থানা মিলনায়তনে ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এ স্লোগানকে সামনে রেখে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পুলিশ সুপার বলেন, আপনার সন্তানকে সময় দিন। অসৎ সঙ্গ গ্রহণ করে আপনার সন্তান যাতে ভুল পথে পা দিয়ে অপরাধে জড়িয়ে পড়তে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। একজন মানুষ হিসেবে সমাজের প্রতি যেমন আমাদের দায়বদ্ধতা আছে, তেমনি অভিভাবক হিসেবে আমাদের প্রধান দায়বদ্ধতা পরিবারের প্রতি। পরিবার সমুন্নত রাখতে পারলেই সমাজ তথা রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত হবে। সমাজটাকে সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব আমাদের পরিবার থেকেই নিতে হবে। আপনার কিংবা আমার সন্তান কী করছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে সেটিও নজরে রাখতে হবে।

তিনি আরও বলেন, করোনার কারণে সব স্তরের পাশাপাশি সাম্প্রতিক সময়ে দিনাজপুরে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। আমরা আগামীতে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম আরও ত্বরান্বিত করবো। দিনাজপুরের মানুষ শান্তিতে থাকলে পুলিশ প্রশাসন শান্তিতে থাকে আর দিনাজপুরের মানুষ অশান্তিতে থাকলে পুলিশ প্রশাসন অশান্তিতে থাকে। তাই সমাজে অশান্তি সৃষ্টিকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কমিউনিটি পুলিশিং জেলা কমিটির আহ্বায়ক ডা. শহিদুল ইসলাম খান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, সদর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লোকমান হাকিম, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, পাটোয়ারী বিজনেস হাউসের ব্যবস্থাপনা পরিচালক সহিদুল রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ও পৌর কাউন্সিলর জুলফিকার আলী স্বপনসহ প্রমুখ।

কমিউনিটি পুলিশিংয়ে কার্যকর ভূমিকা রাখায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম ও স্থানীয় গণমান্য ব্যক্তি মনতাজুল ইসলাম মনতাকে ক্রেস্ট দেওয়া হয়।

এমদাদুল হক মিলন/এসজে/এএসএম