ঘোড়াশালে মেয়র হলেন নৌকার তুষার
নরসিংদীর ঘোড়াশাল পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আল-মুজাহিদ তুষার বিপুল ভোটে বিজয়ী হয়েছে। তিনি নৌকা প্রতীকে ২৮ হাজার ২৬৪ ভোট পেয়েছেন।
মঙ্গলবার (২ নভেম্বর) রিটার্নিং কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।
এদিকে, তুষারের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তানজিরুল হক রনি মোবাইল প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৪ ভোট। ইসলামি আন্দোলন বাংলাদেশের ইকরাম হোসেন হাতপাখা প্রতীকে ৪৬১ ভোট পেয়েছেন।
সঞ্জিত সাহা/এসজে/জিকেএস