ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সন্তানের জন্য ওষুধ কিনতে বের হয়ে ৭ দিনেও ফেরেননি সিতাংশ

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৮:২২ পিএম, ০৮ নভেম্বর ২০২১

ঘরে অসুস্থ সন্তান। তার জন্য ওষুধ কিনতে বের হন বাবা সিতাংশ লাল দত্ত (৪৫)। তবে সাতদিন হয়ে গেলেও ঘরে ফেরেননি তিনি। তার সন্ধান চেয়ে সোমবার (৮ নভেম্বর) সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্ত্রী মনিবালা দত্ত।

নিখোঁজ সিতাংশ লাল দত্ত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকার বাসিন্দা।

কমলগঞ্জ থানায় করা জিডিতে স্ত্রী মনিবালা দত্ত উল্লেখ করেছেন, গত ২ নভেম্বর রাত সাড়ে ১০টায় শিশুসন্তানের জন্য ফার্মেসি থেকে ওষুধ কিনতে চৈত্রঘাট বাজারে যান সিতাংশ। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। এলাকার লোকজন অনেকেই তাকে বলেছেন, চৈত্রঘাটে ব্যবসায়ী নেতা নাজমুল হত্যাকাণ্ডের পর র‌্যাব সদস্যরা রাতে সেখানে টহল দিচ্ছিলেন। রাতে সিতাংশকে পেয়ে তারা তাকে গাড়িতে তুলে নিয়ে যান। এ খবরে তিনি শ্রীমঙ্গলের র‌্যাব-৯ ক্যাম্পে গিয়ে খোঁজ করলে র‌্যাব সদস্যরা জানান, এ নামে কোনো ব্যক্তি তাদের হেফাজতে নেই বা এ নামের কাউকে তারা আটক করেননি। পরে তিনি মৌলভীবাজার জেলা কারাগার ও কমলগঞ্জ থানায় খোঁজ নিয়েও স্বামীর কোনো সন্ধান পাননি।

মনিবালা দত্ত বলেন, সিতাংশ একজন অতি সাধারণ দরিদ্র মানুষ। স্থানীয় ঝামেলায় তিনি কখনো জড়াননি। তার নম্বরে বারবার ফোন দিয়েও তাকে পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের কথাবার্তায় তার আতঙ্ক আরও বাড়ছে। এজন্য তিনি থানায় জিডি করেছেন।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা কমলগঞ্জ থানায় সিতাংশ লাল দত্তের নিখোঁজের জিডি গ্রহণের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দেখা হচ্ছে।

আব্দুল আজিজ/এসআর/জিকেএস