আখাউড়ায় নিখোঁজের ৬ দিন পর জেলের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের ছয়দিন পর দুলাল মিয়া (৫০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দেবগ্রাম রেলব্রিজ সংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুলাল দেবগ্রামের মধ্যপাড়া এলাকার মৃত আবদুল মোতালেবের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর রাতে মাছ ধরার জন্য জাল নিয়ে বাড়ি থেকে বের হন দুলাল। এরপর ওই রাতে আর বাড়ি ফেরেননি তিনি। এ ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করেও দুলালের কোনো সন্ধ্যান মেলেনি। পরে সোমবার সকালে দেবগ্রাম রেলব্রিজ সংলগ্ন খালে স্থানীয়রা দুলালের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ২ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৩ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৪ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৫ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না