ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নরসিংদীতে পোস্টার ছেঁড়া নিয়ে হামলা, ১০ বাড়িঘর ভাঙচুর

জেলা প্রতিনিধি | নরসিংদী | প্রকাশিত: ০৯:৪২ পিএম, ১৩ নভেম্বর ২০২১

নরসিংদীর রায়পুরায় পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্যের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ১০টি বাড়িঘর ভাঙচুর করা হয়।

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামের এ হামলা ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ১১ নভেম্বর নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রচারণার সময় শ্রীনগর ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মগল মিয়ার সমর্থকরা একই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী মো. রফিক মিয়ার নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলে।

এ সময় রফিক মিয়ার সমর্থকরা মগল মিয়ার সমর্থকদের দেখে নেওয়ার হুমকি দেন। এরই মধ্যে ১১ তারিখের ইউপি নির্বাচনে রফিক মিয়া জয় লাভ করেন। এর জের ধরে নির্বাচনের দুদিন পর শনিবার রফিক মিয়ার সমর্থকরা মগল মিয়ার বাড়িতে হামলা চালান। এ সময় মগল মেম্বার ও তার সমর্থকদের ১০টি বাড়িঘর ভাঙচুর করা হয়। বাধা দিতে গেলে নারীসহ চারজনকে পিটিয়ে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নরসিংদীতে পোস্টার ছেঁড়া নিয়ে হামলা, ১০ বাড়িঘর ভাঙচুর

অভিযোগ অস্বীকার করে নব-নির্বাচিত ইউপি সদস্য রফিক মিয়া বলেন, বেশকিছুদিন আগে এক নারীর মৃত্যু নিয়ে এ ঘটনা ঘটেছে। ঘটনা শোনার পর আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের সরিয়ে দিই।

তবে রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহাব জাগো নিউজকে বলেন, মূলত নির্বাচনী পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ঘটনা শোনার পর আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

সঞ্জিত সাহা/এসজে/জেআইএম