ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কারাগারে বসে এসএসসি পরীক্ষা দেবে দুই শিক্ষার্থী

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৫:২৮ এএম, ১৪ নভেম্বর ২০২১

করোনা মহামারি পেরিয়ে শুরু হচ্ছে ২০২১ সালের এসএসসি পরীক্ষা। সেই পরীক্ষায় এ বছর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দুই শিক্ষার্থী কারাগারে থেকে অংশ নেবে। তারা মৌলভীবাজার জেলা কারাগার থেকে পরীক্ষা দেবে বলে পরীক্ষার আগের দিন শনিবার (১৩ নভেম্বর) কারা সূত্র জানিয়েছে।

কারাগার সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার শ্রীগোবিন্দপুর চা বাগানের খ্রিস্টানটিলার বাসিন্দা মাধবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এলেক্স গমুজ নারী ও শিশু নির্যাতন মামলায় এবং আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফজলে আলী হত্যা মামলার আসামি হওয়ায় কারাগারে থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

এ বিষয়ে মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান ও এস, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ্মমোহন সিংহ জাগো নিউজকে জানান, কর্তৃপক্ষের নির্দেশে মানবিক বিভাগের দুই শিক্ষার্থী আগামী সোমবার (১৫ নভেম্বর) থেকে বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশ নেবে।

মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, কমলগঞ্জের দুজন এসএসসি শিক্ষার্থী কারাগারে আসার পর তাদের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশ পাওয়ায় আমরা দুই শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিয়েছি। এমনকি কারাগারে তাদের পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

আব্দুল আজিজ/এমকেআর