ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৩০ মণ জাটকা জব্দ করে এতিমখানায় দিলো কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক | কলাপাড়া (পটুয়াখালী) | প্রকাশিত: ০৪:৫৭ এএম, ১৫ নভেম্বর ২০২১

পটুয়াখালীর কলাপাড়ায় বাসে তল্লাশি চালিয়ে ৩০ মণ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

উপজেলার শেখ জামাল সেতুর টোল সংলগ্ন এলাকায় ঢাকাগামী বিভিন্ন বাস ও ট্রাকে অভিযান চালায় নিজামপুর কোস্ট গার্ড। এতে নেতৃত্ব দেন নিজামপুর কোস্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার এম জমির হোসেন।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেখ জামাল সেতুর টোল পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় ছয়টি বাস থেকে ৩০ মণ জাটকা উদ্ধার করা হয়। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে এসব ঝাটকা এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

jagonews24

নিজামপুর কোস্ট গার্ড স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম জাকির হোসেন বলেন, ‘কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া অসাধু ঝাটকা ব্যবসায়ী এবং ঝাটকা শিকারি জেলেদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আসাদুজ্জামান মিরাজ/এএএইচ