নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সৎমাকে কুপিয়ে জখম
ফাইল ছবি
মৌলভীবাজারের কুলাউড়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সৎমাকে কুপিয়ে জখম করেছে ছেলে। শনিবার (২০ নভেম্বর) দিনগত রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের দক্ষিণ মহিষমারা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের ফরিদ মিয়ার দ্বিতীয় স্ত্রী নেহারুন বেগম (৪২) দিনের বেলায় এক প্রার্থীর প্রচারণায় অংশ নেন। রাতে বাড়ি ফিরলে সৎ ছেলে মনাফ মিয়া (২২) তাকে বিষয়টি জিজ্ঞাসা করলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নেহারুন বেগমকে দা দিয়ে কুপিয়ে আহত করে মনাফ মিয়া।
পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য হোসেন আলী বলেন, নেহারুনের স্বামী ফরিদ মিয়া জেলহাজতে রয়েছেন। এ সুযোগে তিনি কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। তাকে আইনের আশ্রয় নিতে বলেছি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, বিষয়টি শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেননি।
আব্দল আজিজ/আরএইচ/জিকেএস