রায়পুরায় নির্বাচনী সহিংসতা: নবনির্বাচিত চেয়ারম্যানসহ গ্রেফতার ২
নরসিংদীর রায়পুরার বাঁশগাড়ীতে নির্বাচনী সহিংসতায় তিনজন নিহতের ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ নভেম্বর) দুপুরে ঢাকার আগারগাঁও থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- রায়পুরার বালুয়াকান্দি এলাকার হাসান আলীর ছেলে ও রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রাতুল হাসান জাকির (৩২) ও বটতলী কান্দি এলাকার মো. আলীর ছেলে ফয়সাল আহমেদ সুমন (৩৫)।
সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।

তিনি বলেন, বাঁশগাড়ীতে নির্বাচনী সহিংসতায় তিনজন নিহতের ঘটনায় ১৯ নভেম্বর মামলা করে নিহতের পরিবার। পরে অভিযানে নামে পুলিশ। রোববার দুপুরে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন অফিসের গেটের সামনে থেকে নবনির্বাচিত চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও তার সহযোগী ফয়সাল আহমেদ সুমনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারদের স্বীকারোক্তি অনুযায়ী বাঁশগাড়ী এলাকার একটি বালুর মাঠে মাটির নিচে পুঁতে রাখা বস্তায় দুটি বিদেশি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। রাতুল হাসান জাকিরের বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ ২২টি মামলা রয়েছে। তার সহযোগী ফয়সাল আহমেদ সুমনের বিরুদ্ধেও তিনটি হত্যা মামলাসহ নয়টি মামলা রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (১১ নভেম্বর) রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ীতে নির্বাচনী সহিংসতায় তিনজন নিহত হয়।
বিশ্বজিৎ সাহা/ইউএইচ/জিকেএস