ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে ১৪ ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৯:১৩ পিএম, ২৯ নভেম্বর ২০২১

মাদারীপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৮ নভেম্বর) রাতে রিটার্নিং কর্মকর্তারা বিজয়ীদের নাম ঘোষণা করেন।

চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন- ঝাউদিতে মো. সিরাজুল ইসলাম আবুল, কেন্দুয়াতে শাহ্ মো. রায়হান কবির, ছিলারচরে তৌফিক হোসেন আকন, কুনিয়াতে অমিদ হোসেন কবির, পেয়ারপুরে মাহফুজুর রহমান লাভলু তালুকদার, মস্তফাপুরে সোহরাব হোসেন খাঁন, শিরখাড়ায় মজিবুর রহমান হাওলাদার, দুধখালীতে ফারুক খান, কালিকাপুরে মো. ফাইকুজ্জমান বাবুল, রাস্তিতে মো. বিল্লাল হোসেন মোল্লা, খোয়াজপুরে জয়নাল আবেদীন মোল্লা, ধুরাইলে হাবিবুর রহমান, বাহাদুরপুরে সৈয়দ সাখাওয়াত সেলিম, পাঁচখোলাতে নাসির উদ্দিন টুকু মোল্লা।

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান ফলাফলের বিষিয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেসরকারিভাবে ১৪ জন চেয়ারম্যান, ৪২ জন সংরক্ষিত সাধারণ সদস্য ও সাধারণ সদস্য পদে ১২৬ জনের নাম ঘোষণা করা হয়। কিছুদিনের মধ্যেই নির্বাচিতদের নাম গেজেট আকারে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, মাদারীপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে কোনো দলীয় প্রতীক ছিল না।

এ কে এম নাসিরুল হক/ইউএইচ/এমএস