ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বরগুনায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ১০:৩৮ এএম, ১০ ডিসেম্বর ২০২১

বরগুনার পাথরঘাটায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, নিহত ব্যক্তি জলদস্যু বাহিনীর সদস্য বলে জানা গেলেও তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

তিনি বলেন, রাত দেড়টার দিকে ওই গ্রামে অভিযানের সময় জলদস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে একজন জলদস্যু নিহত হন। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।

আরএইচ/জিকেএস