ফরিদপুরে ১০৩ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা
বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ফরিদপুরে ১০৩ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে পুলিশ লাইন্সের হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পুলিশ সুপার ও বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মোল্যা, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) হেলাল উদ্দিন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় অবসরপ্রাপ্ত বীর মুক্তিযুদ্ধা পুলিশ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, এনামুল হক, ইমারত হোসেন, আব্দুস সালাম, তোতা মিয়া যুদ্ধস্মৃতি শোনান। পরে বীরমুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
এন কে বি নয়ন/আরএইচ/এএসএম