ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মা ব্যস্ত কাজে, পুকুরে ডুবে প্রাণ গেল একমাত্র সন্তানের

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৮:১৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০২১

ফরিদপুরের ভাঙ্গায় পুকুরে ডুবে সানজিদ সেখ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু সানজিদ সেখ ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুজনের একমাত্র ছেলে।

হাজরাকান্দা গ্রামের জব্বার আলী মাস্টার জাগো নিউজকে বলেন, বেলা ১১টার দিকে শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে খাবার খায়। এরপর তার মা বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়লে সবার অজান্তে শিশুটি খেলার জন্য বাড়ির বাইরে চলে আসে। একপর্যায়ে বাড়ির পাশেই একটি পুরাতন পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে দুপুরের দিকে সন্তানের মরদেহ ভাসতে দেখেন মা।

স্থানীয় ওয়ার্ডের ইউপি মেম্বার বুলবুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, শিশু সানজিতকে পুকুর থেকে তুলে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এন কে বি নয়ন/এসআর/এএসএম