ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৬:১৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১

ফরিদপুরের বোয়ালমারীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার সাতৈর ইউনিয়নের চশমা প্রতীকের প্রার্থী রাফিউল আলম মিন্টুর নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটে।

রাফিউল আলম মিন্টু জানান, রাতের আঁধারে মুজুরদিয়ার নির্বাচনী অফিসে হামলা চালিয়ে অফিসের চেয়ার-টেবিলসহ যাবতীয় কিছু ভাঙচুর করে। আমার কর্মীরা সকালে এসে এ অবস্থা দেখে আমাকে জানায়।

আওয়ামী লীগের নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের অভিযোগ স্বতন্ত্রপ্রার্থী বিএনপি নেতা। নিজেদের কার্যালয় ভেঙে আওয়ামী লীগের ওপর মিথ্যা অভিযোগ তুলে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ও আতংক সৃষ্টির চেষ্টা চলছে।

রোববার বিকেল পর্যন্ত রুপাপাত ইউনিয়নে অভিযান চালিয়ে তিনটি ছুরি, পাঁচটি টেঁটা, তিনটি কাতরা এবং একটি ঢাল উদ্ধার করে পুলিশ। এছাড়াও গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চারটি টেঁটা, দুইটি বল্লব, একটি কাস্তে, একটি ঢাল উদ্ধার করা হয়।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র উদ্ধার অভিযান চলছে। ইউনিয়নের বিভিন্ন বাড়িতে গিয়ে অভিযান চালানো হচ্ছে।

এ বিষয়ে বোয়ালমারী নির্বাচন কর্মকর্তা এবিএম আজমল হোসেন বলেন, নির্বাচনী কার্যালয় ভাঙচুরের বিষয়টি আমাদের জানা নেই। আমাদের কাছে মৌখিক বা লিখত কোনো অভিযোগ আসেনি।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস