ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সখীপুর আ’লীগের সভাপতি শওকত সম্পাদক অনুপম

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ১১:৩৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১

টাঙ্গাইলের সখীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন থেকে শওকত সিকদারকে সভাপতি এবং সাবেক এমপি অনুপম শাহজাহান জয়কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

রোববার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি ফজলুর রহমান খান ফারুক।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

সখীপুর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, নির্বাহী সদস্য এ বি এম রিয়াজুল কবীর কাওছার, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোট মনির, ভালুকার এমপি কাজীমুদ্দিন ধনু, সখীপুর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ প্রমুখ।

সম্মেলনে টাঙ্গাইল জেলা ও সখীপুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আরিফ উর রহমান টগর/এএএইচ