ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উখিয়ায় অপহৃত ৩ রোহিঙ্গা উদ্ধার, ওয়ানশুটার গানসহ আটক ৭

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৯:৩৯ এএম, ২০ ডিসেম্বর ২০২১

কক্সবাজারের উখিয়ায় অপহৃত ৩ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৮)। এ সময় অপহরণকারী সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। তাদের কাছ হতে উদ্ধার করা হয়েছে একটি ওয়ানশুটার গান।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে ক্যাম্প ৯ এর সি ১৫ ব্লকে অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও আটক করা হয়।

উদ্ধার তিন রোহিঙ্গা হলেন, ক্যাম্প-১০এর জি/৩৭ ব্লকের আবদুল মজিদের ছেলে মো. জকির (৩০), ক্যাম্প ৯ এর সি/৬ ব্লকের মৃত সালামতুল্লাহর ছেলে মো. রায়হান (৩৪) ও ক্যাম্প ৮ ওয়েস্টের এ/২৫ ব্লকের মৃত নাগো মিয়ার ছেলে আব্দুল শুক্কুর (৩৫)।

আটকরা হলেন- ক্যাম্প ৯ এর সি/১১ ব্লকের মো. শফিকের ছেলে মো. সলিম (৩৬), হাসান রশিদের ছেলে মো. ওসমান (২২), মো. হোসেনের ছেলে সৈয়দুল আমিন(৩৫), জালাল আহমেদের ছেলে নুরুল আমিন (৪২), মো. হাসেমের ছেলে বশির আহম্মদ(৩৪), মো. ওয়ারিসের ছেলে মো. ইলিয়াস (৫৬), আলী হোসেনের ছেলে দিল মোহাম্মদ (৫২)। তারা ওই ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা।

উখিয়ায় অপহৃত ৩ রোহিঙ্গা উদ্ধার, ওয়ানশুটার গানসহ আটক ৭

৮ এপিবিএন এর কমান্ডিং অফিসার (পুলিশ সুপার) মো. সিহাব কায়সার খান বলেন, খবর আসে একদল দুষ্কৃতিকারী ক্যাম্প-১০ থেকে ১৮ ডিসেম্বর রাত ৯টার দিকে তিনজন এফডিএমএন সদস্যকে অপহরণ করে নিয়ে গেছে। অপহরণকারীরা তাদের আত্মীয়-স্বজনের কাছে বিপুল পরিমাণ টাকা দাবি করছে। না হয় তাদের মেরে ফেলা হবে। এমন খবরে পানবাজার পুলিশ ক্যাম্পের একটি দল অভিযানে নামে। ক্যাম্প ৯ এর সি ১৫ ব্লকে অভিযান চালিয়ে একটি ওয়ানশুটার গানসহ সাতজনকে আটক ও অপহৃত তিনজনকে উদ্ধার করে।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র রাখা ও অপহরণের দায়ে কক্সবাজারের উখিয়া থানায় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সায়ীদ আলমগীর/এসজে/জেআইএম