ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাগরে চার ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ১৫

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৬:৩২ পিএম, ২২ ডিসেম্বর ২০২১

বঙ্গোপসাগরের কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে চারটি মাছ ধরার ট্রলারে ডাকাতি হয়েছে। জলদস্যুর গুলিতে চারজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১১ জেলে। দুই ট্রলারে থাকা ৫ লাখ টাকার মাছসহ বড়শি লুট করে নিয়ে যায় জলদস্যুরা।

বুধবার (২২ ডিসেম্বর) বিষয়টি জাগো নিশ্চিত করেছেন ট্রলারের মালিক আমির হোসেন। তিনি বলেন, ইদানীং সাগরে জলদস্যুর উৎপাত বাড়ছে। এ কারণে জেলেরা সাগরে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছে।

আহতরা হলেন- বাশি মাঝি, জাগির হোসেন, এন্ডা মিয়া, নছর উল্লাহ, শামসু আলম, জাহাঙ্গীর আলম, তারেক, সোলতান, ছালামত উল্লাহ, সাকের উল্লাহ, মো. হোছন, মনছুর আলী, আনজু মিয়া, আলী মাঝি, আব্দুল্লাহ, পুতু মিয়া, মাহাম্মদ। তারা সবাই মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের বাসিন্দা। এদের মধ্যে বাঁশি মাঝির অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়া আরও ৪ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আহত জেলেরা জানান, সাগরে গুলিদার নামক জায়গায় মাছ ধরার সময় মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত ১১টার দিকে জলদস্যুরা হানা দেয়। আমরা ট্রলার না থামালে তারা গুলি ছুড়ে, এতে কয়েকজন গুলিবিদ্ধ হন। তারা ট্রলারে এসে মারধর ও কুপিয়ে জখম করে এবং জাল সব লুট করে নিয়ে যায়। জলদস্যুরা বাঁশখালী, কুতুবদিয়া ও মহেশখালীর বলে জানান জেলেরা।

মহেশখালী-কুতুবদিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জাহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, যেখানে ঘটনা ঘটেছে, তা আমাদের এলাকার বাইরে। এরপরও সাগরে জলদস্যুর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।

সায়ীদ আলমগীর/এসজে/এএসএম