ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৩১ ডিসেম্বর বগুড়ায় মুক্তি পাচ্ছে ‘চিরঞ্জীব মুজিব’

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১

বগুড়ায় মুক্তি পাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে তার সংগ্রামী জীবনের একাংশ নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। ৩১ ডিসেম্বর বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে মুক্তি পাবে চলচ্চিত্রটি।

চলচ্চিত্রটির নিবেদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা।

‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের বিষয়ে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করেন চলচ্চিত্রের পরিচালক এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম।

পরিচালক নজরুল ইসলাম জানান, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের একটি অংশমাত্র তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের প্রেক্ষাপট ১৯৪৯ থেকে ১৯৫২ সাল। কীভাবে একজন শেখ মুজিব ধীরে ধীরে হয়ে উঠেছেন গণমানুষের নেতা, ভাষা আন্দোলনে রেখেছেন শক্তিশালী ভূমিকা—এসব কাহিনি উঠে এসেছে ছবিটিতে।

‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। বেগম ফজিলাতুন নেছার চরিত্র রূপায়ন করেছেন পূর্ণিমা এবং বঙ্গবন্ধুর বাবা ও মায়ের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে খায়রুল আলম সবুজ এবং দিলারা জামান।

নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু এবং বাঙালির মুক্তিসংগ্রামের সঠিক ইতিহাস তুলে ধরতে পাঁচ বছর ধরে নিরলস কাজ করে চলচ্চিত্রটির নির্মাণ শেষ হয়েছে বলেও জানান পরিচালক নজরুল ইসলাম।

সভায় জেলা প্রশাসক মো. জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এসআর/জিকেএস