লঞ্চে অগ্নিকাণ্ড: মরদেহ শনাক্তে মাইকিং করছে জেলা প্রশাসন
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তে কন্ট্রোল রুম খুলেছে বরগুনা জেলা প্রশাসন। সংশ্লিষ্ট বিষয়ে তথ্য জানতে ও জানাতে কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য মাইকিং করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ অগ্নিকাণ্ড ঘটে। এতে নিহত ও নিখোঁজ যাত্রীদের বিষয়ে যেকোনো তথ্য জানা বা অবহিত করার জন্য বিশেষ কন্ট্রোল রুম খুলেছে বরগুনা জেলা প্রশাসন। এরপর সন্ধ্যা থেকেই বিষয়টি নিয়ে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয় প্রশাসনের পক্ষ থেকে।
ঘোষণায় বলা হয়, ইতোমধ্যে নিহতদের মরদেহ নিয়ে বরগুনা রওয়ানা হয়েছে প্রশাসনের একটি দল। মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালে রাতে রাখা হবে। হাসপাতাল থেকে নিহতদের মরদেহ শনাক্ত করার জন্য কন্ট্রোল রুমের মোবাইল নম্বর: ০১৭১৬৭০০২৭০, টেলিফোন নম্বর: ০২৪৭৮৮৮৬২৪৮ ও ই-মেইল [email protected] -তে যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।
এদিকে, লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৩৭টি মরদেহ বুঝে নিয়েছেন বরগুনা জেলা প্রশাসক। তাদের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত করে চারজনের মরদেহ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় শনাক্ত করা অন্য একটি মরদেহ আগামীকাল সকালে বরগুনা সদর হাসপাতালে মর্গ থেকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান।
তিনি বলেন, ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডে নিহত ও নিখোঁজ যাত্রীদের বিষয়ে যেকোনো তথ্য জানতে বা জানাতে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিহতদের লাশ বরগুনা জেনারেল হাসপাতালে রাখা হবে। হাসপাতাল থেকে স্বজনরা মরদেহ শনাক্ত করে নিয়ে যেতে পারবে।
এমআরআর