ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মির্জাপুরে দুই ইউপি চেয়ারম্যানসহ আ’লীগের ৬ নেতা বহিষ্কার

মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ১২:২৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১

টাঙ্গাইলের মির্জাপুরে দুই ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে। আসন্ন ইউপি নির্বাচনে নৌকার বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় তাদের বহিষ্কার করা হয়।

তারা হলেন, আনাইতারা ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল ময়নাল, বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জনিয়ার জাহাঙ্গীর আলম, মহেড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং বর্তমান ইউপি চেয়ারম্যান মো. বাদশা মিয়া, বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শামছুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য (প্রস্তাবিত) মো. হেলাল দেওয়ান ও বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) লাল মিয়া লাল।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মীর এনায়েত হোসেন মন্টু ও সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়। পরে শুক্রবার (২৪ ডিসেম্বর) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বিষয়টি তথ্য নিশ্চিত করেন।

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ বলেন, দলের নির্দেশ অমান্য করে নৌকার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করায় কেন্দ্রীয় নির্দেশনার আলোকে তাদের দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ হইতে বহিষ্কার করা হয়েছে।

এস এম এরশাদ/এএইচ/এমএস