ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে সেনাপ্রধান

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৬:২৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১

কক্সবাজারের খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণাধীন খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পটি পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সেনাপ্রধান বলেন, খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পটি প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকারভিত্তিক প্রকল্প। জলবায়ু উদ্বাস্তু ও বিমানবন্দর সম্প্রসারণের কারণে ভূমিহীন তিন হাজার ৮০৮ পরিবারের পুনর্বাসনসহ জনগোষ্ঠীর দরিদ্রতা হ্রাসের লক্ষ্যে আয়ের পথ উন্মুক্ত করা এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পটি গত বছরের ২৪ নভেম্বর একনেক সভায় অনুমোদিত হয়।

প্রকল্পের আওতায় ধর্মীয় উপাসনালয়, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, খেলার মাঠ এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থাসহ নানাবিধ সুবিধা রয়েছে। সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০২৩ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

সেনাপ্রধান নির্ধারিত সময়ে মানসম্মত নির্মাণকাজ সম্পন্নের বিষয়ে গুরুত্বারোপ করেছেন।

সায়ীদ আলমগীর/এএইচ/এএসএম