রায়পুরায় নৌকাকে হারিয়ে ফের মেয়র হলেন জামাল
মো. জামাল মোল্লা
নরসিংদীর রায়পুরায় দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হলেন স্বতন্ত্র প্রার্থী মো. জামাল মোল্লা।
রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বেসরকারিভাবে জামাল মোল্লাকে নির্বাচিত ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন। তিনিই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবার রায়পুরা পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে নৌকা প্রতীকের প্রার্থী মো. মাহবুবুল আলম শাহীনকে ২ হাজার ৫৪৩ ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন মোবাইল প্রতীকের প্রার্থী জামাল মোল্লা। তিনি পেয়েছেন ৭ হাজার ৮০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাহবুবুল আলম শাহীন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ২৬১ ভোট।
এছাড়া সাবেক মেয়র আব্দুল কুদ্দুস মিয়া নারিকেল গাছ প্রতীকে পেয়েছন ৪ হাজার ৭৭২ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন জগ প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬৯ ভোট এবং মুহা. শামীম মোল্লা হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯০ ভোট।
সঞ্জিত সাহা/এমআরআর/জিকেএস