টেকনাফে অস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবক আটক
কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার হ্নীলা আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আব্দুল আমিন (২৬) ও মোহাম্মদ আয়াছ (২৯)। তারা ওই ক্যাম্পের বাসিন্দা।

আলীখালী-১৬ এপিবিএন পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার সুখেন্দ্র সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ডাকাতির প্রস্তুতির সময় দুজনকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাসি করে একটি অস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। মামলা দিয়ে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
জাবেদ ইকবাল চৌধুরী/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ২ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের
- ৩ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, পেছনে ইয়াছিন বাহিনী
- ৪ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৫ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত